রামনগর, তোপখানা, তারাপুরে বরাক নদী থেকে জল সরবরাহ নিয়ে বিধায়কের সঙ্গে সভা

রামনগর, তোপখানা, তারাপুরে বরাক নদী থেকে জল সরবরাহ নিয়ে বিধায়কের সঙ্গে সভা

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : ৯টি প্রকল্পে বরাক নদী থেকে জল সরবরাহের দাবিতে শিলচরের বিধায়কের সঙ্গে সভা করলেন স্টিয়ারিং কমিটি। বিধায়ক আশ্বাস দিয়েছেন কালীপুজোর পর সমস্যা সমাধান করা হবে। বিধায়ককে ধন্যবাদ জানালেন স্টিয়ারিং কমিটির কর্মকর্তারা।

উল্লেখ্য, শিলচর শহরতলির রামনগর, তোপখানা ও তারাপুর তিন জিপির ৯টি জল প্রকল্পের জল আনোয়া বিল থেকে উত্তোলন ও সরবরাহ করা হয়। যার ফলে আনোয়ার বিলের নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন প্রায় ত্রিশ হাজার জনগণ। বর্তমানে আনোয়ার জল আবর্জনায় নোংরা হয়ে রয়েছে। এই নোংরা জল সংগ্রহ করে প্রকল্পে ফিল্টার করলেও অস্বাস্থ্যকর থেকেই যায়। নানা রোগে আক্রান্ত হচ্ছেন। যার দরুন ৯টি প্রকল্পের স্থানীয় জনসাধারণকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। রবিবার বিনয়ভূষন শর্মার নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৯টি প্রকল্পে বরাক নদী থেকে জল সরবরাহের দাবি সহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। আর যতদিন বরাক নদী থেকে জল সরবরাহের ব্যবস্থা করা না হয়, ততদিন আনোয়ার বিলটি সাফাই করে জল সরবরাহের দাবি জানান হয়।

রামনগর, তোপখানা, তারাপুরে বরাক নদী থেকে জল সরবরাহ নিয়ে বিধায়কের সঙ্গে সভা

এদিনের সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন এই বিষয়ে তিনি আগে থেকেই অবগত আছেন,  বিধানসভা অধিবেশনে এই বিষয়ে সরব হয়েছিলেন। কালীপূজার পরে  বিভাগীয় মন্ত্রী বরাকে আসার পর  মন্ত্রীর সঙ্গে স্টিয়ারিং কমিটির সদস্যদের  নিয়ে একটি বৈঠকে মিলিত হবেন এবং সমস্যার সমাধান করবেন বলে তিনি আশ্বাস দেন। বিধায়কের আশ্বাস পেয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের মধ্যেদিয়ে বিধায়ককে ধন্যবাদ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন স্টিয়ারিংকমিটির কর্মকর্তারা।

এদিনের সভায় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সভাপতি বিনয়ভূষণ শর্মা, সম্পাদক আমিনুল ইসলাম লস্কর। সদস্য আতাউর রহমান লস্কর, সলিল সিং, মহিতুষ দেব, নরেন্দ্র সিং, হাজি কুতুব উদ্দিন বড়ভূইয়া প্রমুখ।

Author

Spread the News