সপ্তাহের মধ্যে দু’টি বাইক চুরি সোনাবাড়িঘাট বাজার থেকে

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : এক সপ্তাহের মধ্যে দু’টি বাইক চুরির ঘটনা ঘটল সোনাবাড়িঘাট বাজার থেকে। সোমবার দুপুরে সোনাবাড়িঘাট হাসপাতালের ভেতর থেকে একটি বাইক চুরি হয়। জানা যায়, দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা জিতু লস্কর হাসপাতালে এসেছিলেন। তিনি বাইক রেখে হাসপাতালের ভেতরে ঢুকেন। মিনিট দশেক পর বেরিয়ে এসে দেখেন বাইক নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোন হদিস পাননি। তাঁর এএস ১১এন ৪৮২৭ নম্বরের গ্ল্যামার বাইক না পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক এফআইআর দাখিল করেন।

এ দিকে, গত ২১ অক্টোবর সোনাবাড়িঘাট বাজারের এক গলিগে একটি পালসার বাইক চুরি হয়। জুনাইদ লস্কর নামে এক যুবক বাইকটি গলিতে রেখে ঘরে ঢুকেন। কিছুক্ষণ ঘর থেকে বেরিয়ে দেখেন বাইক নেই। এরপর আর কোন সন্ধান পাননি।

সপ্তাহের মধ্যে দু'টি বাইক চুরি সোনাবাড়িঘাট বাজার থেকে
সপ্তাহের মধ্যে দু'টি বাইক চুরি সোনাবাড়িঘাট বাজার থেকে

Author

Spread the News