‘হমাজি’ সাহিত্য পত্রিকার উন্মোচন

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সুচরিতা সিংহ কর্তৃক সম্পাদিত ত্রিভাষিক সাহিত্য পত্রিকা ‘হমাজি’র ৫ম সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করা হয় শিলচর শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর সেবাশ্রমে। উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক, সমাজসেবক ও চলচ্চিত্রকার, অবসরপ্রাপ্ত অ্যাসিস্টেন্ট ট্যাক্স কালেক্টর প্রভাসকান্তি সিংহ। ত্রিভাষিক এই ম্যাগাজিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, বাংলা ও অসমিয়া ভাষার মহিলা কবিদের এক মিলনভূমি। এই  ম্যাগাজিনে তিন ভাষার তিনজন বিশিষ্ট ব্যক্তির শুভেচ্ছাবার্তায় ‘হমাজি’র দীর্ঘায়ু ও শুভকামনার বার্তা পাঠকবৃন্দকে আকর্ষণীয় করে তোলে।

বাংলা সাহিত্য সভার সম্পাদক ড° প্রশান্ত চক্রবর্তী বলেন, সাহিত্যে-সাহিত্যে, মানুষে-মানুষে বন্ধুত্বই এই পত্রিকাটির উদ্দেশ্য। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সাঁকো তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন এবং ‘হমাজি’র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। অসমিয়া ভাষার বিশিষ্ট লেখক তথা কবি গৌতম মালাকার বলেন, ‘হমাজি’ সাহিত্য পত্রিকায় অসমের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিদেশের মহিলা কবিদের বিভিন্ন রুচির কবিতা প্রকাশিত হয়ে আসছে সেটি অত্যন্ত প্রশংসনীয় বলে মত ব্যক্ত করেন। এই পত্রিকাটিতে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে কবিতার প্রচার ও প্রসারে ভ্রাতৃত্ববোধ ও সংহতি বজায় রেখে ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করবে এবং প্রাণের ভাষা অসমিয়া ধ্রুপদী ভাষার স্বীকৃতিতে সম্মানিত হওয়ার উৎসাহের পরিবেশে প্রকাশিত ‘হমাজি’র সর্বাঙ্গীন উন্নতি ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার বিশিষ্ট সাহিত্যিক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের অধ্যক্ষ বিধান সিংহ বলেন, ‘হমাজি’ শব্দটি সবদিক দিয়েই সমার্থক অর্থাৎ বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার সেতু-বন্ধন স্থাপনে মহৎ প্রয়াসের সাথে তিনটি মহান জাতির মহামিলনের ভাবাবেগ প্রকাশের ইঙ্গিত বহন করে। ‘হমাজি’ পাঠক সমাজের হৃদয়ে আয়ুষ্মান হয়ে চির উজ্জ্বল থাকার কামনা করেন।

'হমাজি' সাহিত্য পত্রিকার উন্মোচন

পত্রিকার সম্পাদিকা সুচরিতা সিংহ তাঁর বক্তব্যে উন্মোচক প্রভাসকান্তি সিংহকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উন্মোচনীতে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত পৌরি পত্রিকার  সম্পাদক সুশীলকুমার সিংহ, ব্রহ্মানন্দ সিংহ, দিলীপ সিংহ, সন্তোষকুমার সিংহ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের মুখ্য আকর্ষক আইকন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিল্পী, গীতিকার, সুরকার ও সমাজসেবী চন্দ্রকান্তি সিংহকে অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি ড° তপোধীর ভট্টাচার্য, শিক্ষাবিদ কুমকুম সিংহ, বিশিষ্ট সংগীত শিল্পী রবি সিংহ  সহ আরও অনেক গুণমুগ্ধদের শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সাহিত্যে ও ‘হমাজি’ পত্রিকার উদ্ভবে বিশেষ অনুপ্রেরণার জন্য বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তি পৌরি পত্রিকার সম্পাদক সুশীল কুমার সিংহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশিষ্ট সংগীত শিল্পী সুনীতি সিংহ, প্রীতি সিংহ, বর্ণিতা সিংহ, রিজভি সিংহকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবশেষে টিম আইবিবিএমকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই পুরো টিমের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং উপস্থিত সকলের আশীর্বাদ কামনা করেন।

Author

Spread the News