শহরের রাস্তাঘাট নিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সভা দুই সংগঠনের

বরাক তরঙ্গ, ৪ জুলাই : শিলচর শহরের রাস্তাঘাট নিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ইই অনিরুদ্ধ নাগের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ, ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এর প্রতিনিধিরা। উপস্থিতি ছিলেন পিএইচইডি, আমরুতের কর্তৃপক্ষ, পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সি ও পূর্ত বিভাগের কর্মকর্তারা।

সাড়ে তিন ঘণ্টার বৈঠকে অনেক ইতিবাচক দিক বেরিয়ে এসেছে ও অনেক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। অনেক নতুন প্রকল্পের প্রস্তাব করা হয় এবং চলমান কাজগুলোকে আলোচনায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। খুব শীঘ্রই শিলচরের রাস্তার ব্যাপারে ইতিবাচক ফলাফল আশা করা যাচ্ছে। নির্বাহী প্রকৌশলী তাঁর পক্ষ থেকে শীঘ্রই নির্মাণ , মেরামত ইত্যাদি বিষয়ে তার পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিবদ্ধতা প্রকাশ করেন। সঞ্জীব রায়ের প্রশ্ন ও দাবির উত্তরে প্রকৌশলী বলেন, ইটখোলা পয়েন্ট থেকে ঘনিয়ালা ও মালুগ্রামের দিকের রাস্তার কাজ আগামী পুজা মরসুমের আশেপাশে আরম্ভ করা সম্ভব হবে। হরিদাস দত্তের প্রশ্নের জবাবে বাস্তুকার বলেন, রাঙ্গিরখাড়ি থেকে মেডিক্যাল পর্যন্ত, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ও লিঙ্ক রোড পয়েন্টে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেরামতির কাজের নির্দেশ প্রদান করা হয়েছে ও কাজও চলছে।

শহরের রাস্তাঘাট নিয়ে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সভা দুই সংগঠনের

সভার সিদ্ধান্ত হয় আমরুত, পিএইচইডি, পূর্ব ভারতী গ্যাস এজেন্সি তাদের নিজের কাজের কার্যসূচী প্রকৌশলীর কাছে আগাম জমা দেওয়া ও প্রত্যেক কাজ ১৫ থেকে ২০ দিনের ভেতরে শেষ করা। সভায় মালুগ্রাম, বিবেকানন্দ রোড, আশ্রম রোড, ন্যাশনাল হাওয়ার থেকে চিরুকানদি, চার্চ রোড ইত্যাদি অঞ্চলের রাস্তার মেরামতির কাজ সাত দিনের ভেতরেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গেই গৌতম কনসট্রাকসনকে শিলচর-মেহেরপুর-মেডিক্যালের রাস্তার মেরামতির কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

Author

Spread the News