শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে সোমবার ১৪তম বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষার সঞ্চালক ড. মনোরঞ্জন নেওগ। প্রধান বিজ্ঞানী ড. এএসএন জামানও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংসদ মিশনরঞ্জন দাস তার বক্তৃতায় দ্বি-ফসল চাষের গুরুত্ব এবং কৃষকদের আয় বৃদ্ধির কৌশল, সেইসাথে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং শ্রীভূমি জেলার স্থানীয় পণ্যের প্রচারের মতো জাতীয় উদ্যোগগুলি তুলে ধরেন। ড. নেওগ দ্বি-ফসল চাষ, ত্রি-ফসল চাষ, নাগেশ্বরুই হাঁস সংরক্ষণ এবং শ্রীভূমির স্থানীয় লঙ্গাই বেগুন সংরক্ষণের মাধ্যমে জেলার ফসলের বৃদ্ধির উপর জোর দেন। তিনি জেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সহযোগি বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করার গুরুত্বের উপরও জোর দেন।

সভায় শ্রীভূমি জেলার “উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প” শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কেভিকে শ্রীভূমির প্রবীণ বিজ্ঞানী এবং প্রধান ড. পি চৌধুরী ২০২৪-২৫ সালে কেভিকে কর্তৃক পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ২০২৫-২৬ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। জেলা পশুচিকিৎসা কর্মকর্তা, ব্লক পশুচিকিৎসা কর্মকর্তা, মৎস্য উন্নয়ন কর্মকর্তা, কৃষি উন্নয়ন কর্মকর্তা, আইএফএফসিও, ডিআই, ইএপিএল, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, অয়েল পাম মিশন সহ বিভিন্ন লাইন বিভাগের কর্মকর্তা ও প্রধানরা, সেচ বিভাগের সহকারী প্রকৌশলী, এলডিএম অফিসের সিনিয়র ম্যানেজার, রেশম চাষ অফিস, কাছাড়ের রিলায়েন্স ফাউন্ডেশনের ম্যানেজার, সমবায় সমিতি এবং জেলার প্রগতিশীল কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং কৃষকদের উন্নয়নের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। পি চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাটি শেষ হয়। কেভিকে-র বিষয় বিশেষজ্ঞরা, যার মধ্যে ড. পূরবী তামুলি ফুকন (উদ্যানপালন), ড. জয়শিখ সোনোয়াল (প্রাণী বিজ্ঞান), চিন্ময় দেউরি (কৃষিবিদ্যা) এবং খামার ব্যবস্থাপক রাসেন বে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।

শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা
শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সভা

Author

Spread the News