সড়ক সুরক্ষা নিয়ে বাজারিছড়ার বিভিন্ন স্থানে সভা পুলিশ বিভাগের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বাজারিছড়া থানার পুলিশের উদ্যোগে সড়ক সুরক্ষা নিয়ে বাজারিছড়ার স্থানে স্থানে সচেতনতা সভা অনুষ্ঠিত হল শনিবার। জেলা পুলিশের ব্যবস্থাপনায় সড়ক সুরক্ষা নিয়ে বাজারিছড়ার বিভিন্ন স্থানে সচেতনতামূলক পথ সভা অনুষ্ঠিত হয়। এ মর্মে শনিবার বাজারিছড়া পুলিশের একটি দল বিশেষ ব্যানার সহযোগে স্থানীয় বাজার তেমাথা সহ অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তবর্তী ঝেরঝেরি জিপির কটামণি বাজার সহ অন্যান্য বিভিন্ন স্থানে পথ সভার আয়োজন করে। এতে পুলিশের পক্ষে বিষ্ণুপদ রাভা, সামসুল হক প্রমুখ উপস্থিত জনগণকে রোড সেফ্টি সহ ট্রাফিক বিধি মনে চলাচল সহ যান বাহন পরিচালনার আহ্বান জানান।
পুলিশ কর্তাদের কথায় জনগণ ও যান বাহন চালকেরা সচেতন না হলে পুলিশের পক্ষে একক ভাবে নিরাপদ সড়ক উপহার দেওয়া সম্ভব নয়। সরকারি ট্রাফিক নিয়ম মেনে চললে বহুলাংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি নিলভজ্যোতি নাথ জানান পুলিশের পক্ষে সময়ে সময়ে এমন সচেতনামূলক পথ সভার আয়োজন করা হয়।যার মুল উদ্দেশ্য হচ্ছে নিরাপদ ও দুর্ঘটনা মুক্ত সড়ক করা এতে তিনি সকলের সহযোগিতা কামনাও করেন।