করিমগঞ্জে তিন রাজ্যের পুলিশ কর্তার বৈঠক
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সমন্বয় গড়ে তোলার ওপর জোর দিয়েছে করিমগঞ্জ পুলিশ প্রশাসন। সমন্বয় গড়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বুধবার অসমের করিমগঞ্জ, ত্রিপুরার উত্তর ত্রিপুরা এবং মিজোরামের মামিত জেলা পুলিশের বৈঠক হয় করিমগঞ্জে।
মূলত ভোটের আবহে তিন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আইন–শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট জেলার মধ্যে সমন্বয় সাধন করে কাজ করতেই এই বৈঠকের আয়োজন করে করিমগঞ্জ পুলিশ। পুলিশ নিজেদের মধ্যে সমন্বয় গড়ে কাজ করতে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে করিমগঞ্জ জেলা পুলিশ সূত্রে। বিশেষ করে, আন্তঃজেলা নাকা পয়েন্টে যৌথ নজরাদারি, সীমান্তবর্তী এলাকায় অপরাধীদের তথ্য এবং অপরাধের ধরণ সম্পর্কিত তথ্যের আদান-প্রদান বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তঃরাজ্য নাকা পয়েন্টগুলিতে চেকিং এবং পুলিশের নজরদারি লাগাতার চালানো হবে। ভোট কেন্দ্রিক হিংসা ঠেকাতে যৌথভাবে কাজ করবে তিন রাজ্যের পুলিশ। করিমগঞ্জ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মিজোরামের মামিত জেলার পুলিশ সুপার অপু খানপুই সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন বৈঠকে।