বড়খলায় অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ৬ মার্চ : দীর্ঘ দিন থেকে বড়খলার আনাচে কানাচে অসহায় দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে অমিত কালোয়ার ফ্যান্স ক্লাব। ক্লাবের পৃষ্ঠপোষক শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক ডাঃ অমিত কালোয়ার।রবিবার কাছাড়ের বড়খলা সমষ্টির অন্তর্গত দুধপাতিল লারসিংপার চৌরঙ্গী জিপি অফিসের সামনে ডাঃ অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শিবির অনুষ্ঠিত হয়। ওই এলাকার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের নারী পুরুষ সহ শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।সঙ্গে ওষুধপত্র প্রদান করা হয়। লক্ষ্য অসহায় লোকদের সহায়তায় করা। ডাঃ অমিত কালোয়ারের কথায়, মানব সেবায় অন্তরে তৃপ্তি মিলে এবং পরকালে মুক্তি লাভ হয়। তাই তাঁর এই প্রয়াস।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ অখিল চন্দ্র পাল, ডাঃ জে আই লস্কর, ডাঃ এমডি এন মাসরুর, ডাঃ সঞ্জীব দেবনাথ, ডাঃ ফুজাইল আহমেদ, ডাঃ তানশ্রী গুপ্তা, ডাঃ মঞ্জুরী বর্মা, ডাঃ দিপক দোবে প্রমুখ। ছিলেন ফ্যান্স ক্লাবের কর্মকর্তা অমর তিওয়ারি। এদিন শিবির পরিচালনায় স্থানীয়দের মধ্যে সহযোগিতায় ছিলেন বিক্রম পুরকায়স্থ, রাম প্রবেস সিং, কৃষ্ণ প্রসাদ সিং, অজিত দত্ত, জাকির লস্কর, আক্তার হোসেন লস্কর, অপু মালাকার।

Author

Spread the News