বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : মণিপুরের ফেরজ়ওয়াল জেলার দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন একাধিক গ্রামে ধারাবাহিকভাবে চিকিৎসা ও জনসংযোগ শিবিরের আয়োজন করেছে আসাম রাইফেলস। যেসব এলাকায় এখনও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ সীমিত, সেখানকার সাধারণ মানুষের কাছে পৌঁছানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ২৯ ও ৩০ ডিসেম্বর দু’দিন পাটফুইমুন, কাংগ্রেং, ফুলপুই ও নাগপাবুং গ্রামে এই শিবিরগুলি অনুষ্ঠিত হয়। এতে সাড়ে চারশোর বেশি লোকের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে উপকৃত হন বয়স্ক ব্যক্তি, মহিলা ও শিশুরা।

চিকিৎসা পরিষেবার পাশাপাশি আসাম রাইফেলসের জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি মতবিনিময় করেন। এই আলোচনাগুলি খোলামেলা সংলাপের একটি মঞ্চ তৈরি করে, যেখানে বাসিন্দারা তাঁদের উদ্বেগ প্রকাশ করতে পারেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন এবং বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আস্থা গড়ে ওঠে।



