গোলাঘাটে মায়রা ক্রিয়েশনের মিস অ্যান্ড মিস্টার আপার অসম ন্যাশনওয়াইড অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মায়রা ক্রিয়েশন এবং এনজিও মায়রার উদ্যোগে আয়োজিত হল গোলাঘাটে   মিস অ্যান্ড মিস্টার আপার অসম ন্যাশনওয়াইড ২০২৩। রবিবার বীরাঙ্গনা সাধোনি কলাক্ষেত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ড০ স্মিতা দেবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন গোলাঘাটের জেলা আয়ুক্ত ড. পি উদয় প্রভিন, (আইএএস)।

মায়রা ক্রিয়েশনের ডিরেক্টর এবং শো অর্গানাইজার ড০ স্মিতা দেব এবং  এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ এমজে দ্বারা আপার অসম জুড়ে বেশ কয়েকটি অডিশন নেওয়ার পরে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ছেলে মেয়েদের পাঁচটি বিভাগে ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করেছে মিস, মিস্টার মিসেস, টিন এবং কিডস। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রাউন, স্যাশ, ট্রফি এবং নগদ পুরস্কার।

গোলাঘাটে মায়রা ক্রিয়েশনের মিস অ্যান্ড মিস্টার আপার অসম ন্যাশনওয়াইড অনুষ্ঠিত

প্রতিটি বিভাগে বিজয়ীরা হলেন।
মিস বিভাগে বিজয়ী স্মিতা বরবরা।
প্রথম রানার আপ মারামি রাভা ও
দ্বিতীয় রানার আপ মেহনাজির আহমেদ। মিস্টার বিভাগে বিজয়ী হলেন অরূপ আকাশ। প্রথম রানার আপ হারাকুমার দাস ও দ্বিতীয়  রানার আপ হয়েছেন ঋতুপর্ণা রাভা।
মিসেস ক্যাটাগরিতে বিজয়ী হিরন্ময় তাঁতী। প্রথম রানার আপ প্রীমা রাভা।

টিন বিভাগে বিজয়ী হন উদিতা নেওগ। প্রথম রানার আপ কস্তুরী হাতিবারুয়া ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অনিন্দেতা রাভা।
কিডস ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয় বিষ্ণাঙ্গী কাশ্যপ বরুয়াকে।
প্রথম রানার আপ সাদিয়া বেগম ও
দ্বিতীয় রানার আপ যুথিকা ভূঁইয়া।

গোলাঘাটে মায়রা ক্রিয়েশনের মিস অ্যান্ড মিস্টার আপার অসম ন্যাশনওয়াইড অনুষ্ঠিত

মিস্টার অ্যান্ড মিস আপার অসম নেশনওয়াইড ফ্যাশন শো ২০২৩ ছিল শৈলী, প্রতিভা এবং কমনীয়তার একটি প্রদর্শনী, যা এই অঞ্চলের সমৃদ্ধ বৈচিত্র্য এবং সৃজনশীলতাকে উদযাপন করে। মায়রা ক্রিয়েশন ও এনজিও মায়রা এই ইভেন্টটিকে সফল করার জন্য সমস্ত বিজয়ী এবং অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানায়।

গ্রুমার হিসেবে ছিলেন মীণু পাল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মায়রা ক্রিয়েশনের অফিসিয়াল হোস্ট নেহা থাপা। উল্লেখ্য, বরাক ন্যাশনওয়াইডের প্রত্যেক প্রতিযোগীদের এই অনুষ্ঠানে সন্মান জানানো হয়।

Author

Spread the News