শিলচরে ট্রেড ইউনিয়ন ও কৃষক যৌথ মঞ্চের মে দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ১ মে : ট্রেড ইউনিয়ন ও কৃষক যৌথ মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হল শিলচরে। বুধবার সকাল ১০টায় নরসিলটোলা মাঠে পতাকা উত্তোলনের পর শহিদ বেদীতে মাল্যদান করা হয়। মে দিবসের প্রস্তাব পাঠ ও সভা অনুষ্ঠিত হয়। এরপর বের হয় মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিল সমাপ্ত হয়।
এ দিকে, সভায় বক্তারা বলেন, শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের অর্জিত শ্রম আইন বর্তমান বিজেপি সরকার কেড়ে নিয়েছে। শ্রমিকের মজুরি বাড়ছে না, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। এ ছাড়া দেশের ৬০ শতাংশের বেশি শ্রমিক কর্মচারীর নেই কোনও সামাজিক সুরক্ষা। আরও বলেন, চা শ্রমিকের মজুরি ৩৫০ টাকা নির্ধারিত হওয়া সত্ত্বেও সাম্প্রতিক দৈনিক মাত্র ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে, তাও অধিকাংশ বাগানে কার্যকর হয়নি। অথচ সরকার নির্বিকার। এই সামগ্রিক পরিস্থিতিতে দেশের সর্বত্র সংঘটিত হচ্ছে তীব্র গণ আনদোলন।শ্রমিক কৃষক ঐক্যকে শক্তিশালী করার আহবান জানানো হয়েছে। এতে উপস্থিত থেকে বক্তব বিদ্যুৎ দেব (সিটু), হায়দার হোসেন (এআইসিসিটিইউ), সুব্রত নাথ (এআইইউটিইসি), রফিক আহমেদ (এআইটিইউসি), মিহির নন্দী (টিইউসিসি, ন্যাশনাল) ধীরঞ্জন ভট্টাচার্য (টিইউসিসি, কাছাড়), সুভাষ দেব (কৃষক সভা ) রঞ্জন দাস (ইডব্লুটিসিসি)