হাইলাকান্দিতেও মে দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১ মে : সোমবার হাইলাকান্দিতেও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়েছে। এদিন হাইলাকান্দির রবীন্দ্রভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন সিআইটিইউ নেতা আলাউদ্দিন মজুমদার। শহিদ বেদীতে মাল্যদান করেন শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতির অন্যতম নেতা নিতিশ ভট্টাচার্য। এরপর অসম রাজ্য কর্মচারী ফেডারেশন, সারা ভারত কৃষক সভা, সিআইটিইউ, সারা অসম নির্মাণ শ্রমিক ইউনিয়ন, সারা আসাম মূর্ধন্য ভোজন কর্মচারী ইউনিয়ন, মজুরি শ্রমিক ইউনিয়ন, জেলা অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
চাকা বন্ধ আন্দোলন সত্ত্বেও দুই শতাধিক মানুষের এক বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে। রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে সুনির্মল দাস আলতাফ খান ও মইনুদ্দিন বড়ভূইয়াকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী জনসভা পরিচালনা করেন। এ দিবস পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মে দিবস উদযাপন কমিটির মুখ্য অব্যায়ক চিন্তা হরণ সূত্রধর।প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ মে দিবস পালনের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তারা মে দিবসের আদর্শকে পাথেয় করে এগিয়ে আসার মর্মে সবার প্রতি আহ্বান জানান।শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তাপসী পাল।

সভায় বক্তব্য রাখেন নীতিশ ভট্টাচার্য, লেবার অফিসার ঈদুল আলি, মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা আলতাফ খান, রাজ্যিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজিমুল ইসলাম লস্কর, সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর হাইলাকান্দি জেলা সম্পাদক হিমাংশু শেখর দাস, শ্রমিক নেতা আলাউদ্দিন মজুমদার, সারা ভারত কৃষক সভার হাইলাকান্দি জেলা সম্পাদক কুমুদ দাস, মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা খলিল আহমেদ মজুমদার, কৃষক নেতা অধীর নাথ। সভাপতির ভাষণ রাখেন সুনির্মল দাস।তাদের বক্তব্যে

নতুন শ্রমকোড প্রত্যাহার, পুরাতন পেনশন নীতি চালু করা, সমকাজের সমান মজুরি দেওয়া, স্থায়ী পদে স্থায়ী নিয়োগ, কৃষি পণ্যের লাভজনক মূল্য দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারী সহ সবাইকে আন্দোলনে এগিয়ে আসার মর্মে আহ্বান জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় রাজ্য সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তারা বলেন প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই। তারা অন্যান্য স্থানের মত হাইলাকান্দি জেলায় শ্রমজীবী মানুষ, কৃষকদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

Author

Spread the News