মওলানা রায়হান উদ্দিনের বিদায় সংবর্ধনা প্রাক্তনীদের

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : তিন দশকের স্মৃতিকে বিদায় জানিয়ে গেলেন শিক্ষক মওলানা রায়হান উদ্দিন। বদলি হওয়া শিক্ষক মওলানা রায়হান উদ্দিনকে কাঁঠালতলির শিক্ষা-সংশ্লিষ্ট মহল ও প্রাক্তনী ছাত্রদের পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা জানানো হয়। কাঁঠালতলির উত্তর বাঘন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা সভা এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঠালতলি আঞ্চলিক নদওয়ার অধ্যক্ষ ও সম্পাদক মাওলানা মুজির উদ্দিন। শুরুতে বিদায়ী শিক্ষক মাওলানা রায়হান উদ্দিনকে শাল, গামছা, ফুলের তোড়া ও মানপত্র প্রদান করেন তাঁর চার প্রাক্তনী। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের সৌহার্দ্য ও আবেগ এ সময় পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।

বক্তব্য রাখতে গিয়ে মওলানা রায়হান উদ্দিন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন ১৯৯৫ সালে কাঠালতলি সিনিয়র মাদ্রাসায় (বর্তমানে কাঠালতলি হাইস্কুল) শিক্ষকতা শুরু করি। তখন দীর্ঘদিন কোনো বেতন ছাড়াই শিক্ষার্থীদের নিয়ে কাজ চালিয়ে যেতে হয়েছে। সেই কঠিন সময়ে এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাই ছিল আমার শক্তি।তিনি আরও বলেন, “স্কুল প্রাদেশিকরণ হওয়ার পর স্থায়ীভাবে কাঠালতলিতে বসবাস শুরু করি। মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, সাহায্য-সমর্থন আমি পেয়েছি— তা আমার জীবনভর হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে।” বিদায়ী এই শিক্ষক উপস্থিত সকলকে ইসলামের আলোকে জীবন গড়তে উৎসাহ দেন এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও কাঁঠালতলি আঞ্চলিক নদওয়ার সহকারী সম্পাদক মওলানা ইমরান হোসেন, আঞ্চলিক নদওয়ার মক্তব পরিদর্শক মওলানা ওয়ালিউল্লাহ, আঞ্চলিক নদওয়ার প্রচার সচিব মাওলানা জুনায়েদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুহেল আহমদ, সাহেল আহমদ, নেজাম উদ্দিন, সাব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সবশেষে জানানো হয় মওলানা রায়হান উদ্দিন কাঁঠালতলি হাইস্কুল থেকে বদলি হয়ে মোল্লাগঞ্জ ঈদগাহ হাইস্কুলে যোগদান করবেন। তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *