রবিবার থেকে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনাল
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা আগামীকাল রবিবার থেকে শুরু হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রাজগোবিন্দপুর এফসি বনাম লোকনাথ এফসি। পরদিন সোমবার এসপিএম আর্জানপুর এফসি ও যুব মোর্চা নরসিংহপুর মণ্ডল।
মঙ্গলবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে জামালপুর এফসি বনাম জিকে এফসি। শেষ কোয়ার্টার ফাইনাল বুধবার খেলার দু’টি দল হল কালাখাল এফসি ও রাজনগর এফসি। বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে বেলা দু’টায় শুরু হবে।