মাতৃভূমি কাপের ফাইনাল রবিবার, ট্রফি উন্মোচন

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : মাতৃভূমি-র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর রবিবার। ফাইনালে মুখোমুখি হবে জামালপুর এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। দু’দিন আগে অর্থাৎ শুক্রবার দুই ফাইনালিস্ট দল জামালপুর এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের ম্যানেজারদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করলেন আয়োজক মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস।

রবিবার বেলা দু’টায় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলায় প্রধান অতিথি হিসাবে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সম্মানিত অতিথি রূপে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড় সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। 

ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস বলেন, ফাইনাল ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি একপ্রকার চূড়ান্ত। মাতৃভূমি-র কর্মকর্তারা দিনরাত একাকার করে ফাইনাল ম্যাচের জন্য জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ফাইনাল ম্যাচের ব্যাপারে যাতে কোন ধরণের খামতি না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে আমাদের। ফাইনাল ম্যাচ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করতে সকল ফুটবলপ্রেমী দর্শকদের সহযোগিতা কামনা করেছেন সীতাংশুবাবু। গোটা টুর্নামেন্টকে সুচারু রূপে এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সীতাংশু দাস আরও জানান ফাইনাল খেলায় ম্যাচ শুরুর আগে দুপুর ১ টায় রয়েছে এতদঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠী পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাতৃভূমি কাপের ফাইনাল রবিবার, ট্রফি উন্মোচন
মাতৃভূমি কাপের ফাইনাল রবিবার, ট্রফি উন্মোচন
মাতৃভূমি কাপের ফাইনাল রবিবার, ট্রফি উন্মোচন

Author

Spread the News