জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম-এর উদ্যোগে সোমবার “জাতীয় নবজাতক সপ্তাহ এবং সাঁস অভিযান” এর সূচনা করা হয়েছে একটি জেলা-স্তরের কর্মসূচির মাধ্যমে, যার লক্ষ্য নবজাতক সেবা উন্নয়ন এবং শিশুর নিউমোনিয়া প্রতিরোধ করা। দিনের শুরুতে একটি জনসচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়, যা স্বাস্থ্যসেবার যুগ্ম সঞ্চালক ডাঃ মতীন্দ্র সূত্রধর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হানিফ মোহাম্মদ (ডিপিএম, এনএইচএম), সুমন চৌধুরী (ডিএমই, এনএইচএম), কল্যাণ পুরকায়স্থ (ডিডিএম), এবং দেবপ্রিয় দাস (এডিডিএম)। জেলার বিভিন্ন প্রান্তের আশা কর্মী এবং এএনএম-রা র্যালিতে অংশগ্রহণ করেন। তারা বুকের দুধ খাওয়ানো, পরিচ্ছন্নতা, নবজাতক পরিচর্যা, টিকাকরণ এবং শিশুর নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ নিয়ে সচেতনতা ছড়ান।
অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে ডাঃ সূত্রধর বলেন, নবজাতকের স্বাস্থ্য এখন জেলার অগ্রাধিকার এবং নিউমোনিয়া-জনিত শিশুমৃত্যু রোধে সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপিএম হানিফ মোহাম্মদ ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন। ডিএমই সুমন চৌধুরী জানান, পরিবারগুলির কাছে জীবনরক্ষাকারী বার্তা পৌঁছাতে ধারাবাহিক আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ অত্যন্ত জরুরি। দিনের কর্মসূচির অংশ হিসেবে মহিলা আরোগ্য সমিতির (এমএএস) সঙ্গে একটি সচেতনতামূলক বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে নবজাতক সেবা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এনএইচএম কর্মকর্তারা জানান, নবজাতক সপ্তাহ ও সাঁস ক্যাম্পেইন উপলক্ষে সপ্তাহজুড়ে বাড়ি পরিদর্শন, কেএমসি প্রদর্শনী, কমিউনিটি বৈঠক এবং স্বাস্থ্যকেন্দ্র সচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম চালানো হবে।


