আছিমগঞ্জে বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : নিউরো চিকিৎসক সম্বুদ্ধ ধর রবিবার  আছিমগঞ্জ এমভি স্কুল প্রাঙ্গনে দিনভর ব্যাপী প্রায় দেড়শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন। ছাত্র সংগঠন আমসুর করিমগঞ্জ জেলা কমিটি ও নর্থ ইস্ট ইন্সটিটিউট অব নিউরো সাইন্স (নেইন্স) এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এই নিউরো চিকিৎসা শিবিরের শুরুতেই শিলচর মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান বিখ্যাত চিকিৎসক সম্বুদ্ধ ধরকে আমসুর পক্ষ থেকে
জাঁকালো সংবর্ধনা দেওয়া হয়। আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আখতারের নেতৃত্বে আমসুর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষে মোঃ সালমান, ওয়াহিদুজ্জামান, আছিমিয়া এম ভি স্কুলের প্রধান শিক্ষক সামছুল হক, কবি আছহাব উদ্দিন তালুকদাররা ড. সম্বুদ্ধ ধরকে ফুলের তোড়া, অসমিয়া গামছা, রৌপ্য কলম সহ আছহাব উদ্দিন তালুকদারের সদ্য প্রকাশিত ঐচিত্যবোধ এই চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয়।

এ দিনের শিবিরে মোট ১২২ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। এতে চিকিৎসকের সঙ্গে নেইন্স গ্রুপের পক্ষে শিবির পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন মার্কেটিং একজিকিউটিভ বিশু দেব, ফার্মাসিষ্ট বনো দেব, সোম দুবে, পিটি মুজাহিদুল ইসলাম, রুতি রাঙ্কল। পাশাপাশি এনসিবি টেস্ট, ইইজি টেস্ট, ব্লাড টেস্ট ও সুগার টেস্ট ও করা হয়।

আছিমগঞ্জে বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া
আছিমগঞ্জে বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া

Author

Spread the News