বৃহস্পতিবার মালেগড়ে সিপাহী বিদ্রোহের শহিদ দিবস উদযাপন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : প্রতি বছরের মতো এবছরও ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের বীর শহিদদের স্মরণ করতে ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি জেলার মালেগড় টিলায় শহিদ দিবস পালন করা হবে। শ্রীভূমি জেলা প্রশাসনের  উদ্যোগে এবং বিএসএফ, স্বেচ্ছাসেবী সংস্থা পাটকাই ট্রেকার্স ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সহযোগিতায় সোমবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হবে। এতে কার্যসূচির মধ্যে সকাল ১০ টায় মালেগড় টিলার শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, ১৬৪টি প্রদীপ প্রজ্জ্বলন এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন করা হবে। এরপর সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

এতে শহিদদের স্মৃতিতে উদ্বোধনী ভাষণ দেবেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী। এরপর সিপাহী বিদ্রোহের ইতিহাস ও এর প্রেক্ষাপটে মালেগর টিলার ইতিহাস  নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত বক্তা। এতে বিভিন্ন সাংস্কৃতি সংস্থা থেকে সাংস্কৃতি কার্যক্রম পরিবেশন করা হবে। পাশাপাশি, সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে থাকবে বিভিন্ন অস্ত্র শস্ত্রের প্রদর্শনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *