বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের শহিদ দিবস পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মে : প্রতি বছরের ন্যায় এ বছরও শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে ৬৪  তম ১৯ শে মে বাংলাভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী ১১ জন বাংলাভাষা শহিদদের স্মরনে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পাঘ্য নিবেদন করেন উক্ত ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা লেখক ও নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল, সভাপতি সিদ্ধার্থ বণিক, সম্পাদক মনোতোষ পাল, কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন, কার্যকরী সদস্য সুজিত দেব, বিকাশ দেব, বিপ্লব দেব, সোমা দেব, ময়ূর গুপ্ত, রুপালী দাস অভিষেক দেব, বিথীকা দেব প্রমুখ।

বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের শহিদ দিবস পালন

নীহাররঞ্জন পাল বলেন,১৯শে মে বাংলা ভাষার জন্য রক্তদানের ঘটনাটি বাঙালির ভাষা-আন্দোলনের ইতিহাসে একটি উপেক্ষিত এবং বিস্মৃত অধ্যায়। বাংলা ভাষার জন্য, মাতৃভাষার সম্মান রক্ষার্থে বাঙালিরা জীবনে আপস করতে শিখেনি। প্রয়োজনে নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেনি। বাংলা ভাষা আন্দোলন তার জলজ্যান্ত প্রমাণ। আজও অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানুষ ১৯ শে মে বাংলা ভাষা শহিদ দিবস পালন করে।

বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের শহিদ দিবস পালন
Spread the News
error: Content is protected !!