আওয়ামি লিগ নির্বাচনে লড়ার কোন সুযোগ নেই : নির্বাচন কমিশনার

১৯ মে : আওয়ামি লিগের নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলেও দলটি নির্বাচন করতে পারবে না। সেই সুযোগ নেই। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সোমবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামি লিগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।

আওয়ামি লিগ নির্বাচনে লড়ার কোন সুযোগ নেই : নির্বাচন কমিশনার

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

আওয়ামি লিগ নির্বাচনে লড়ার কোন সুযোগ নেই : নির্বাচন কমিশনার

Author

Spread the News