বিশ্বকাপ ট্রফির উপর মার্শের দুই পা! সমালোচনার ঝড়

২১ নভেম্বর : ক্রিকেট মাঠে অসিদের আগ্রাসন এবং ঔদ্ধত্য দু’টোই সীমাছাড়া। প্রতিপক্ষকে মানসিকভাবে গুড়িয়ে দিতে ২২ গজের অস্ট্রেলিয়ানদের অন্যতম অস্ত্র স্লেজিং। তবে মিচেল মার্শ যা করলেন তা মনে হয় সবকিছুকেই ছাপিয়ে গেল। বিশ্বকাপ জয়ের পর বিয়ার হাতে ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ। এই ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অসি দলের সদস্য ছিলেন মিচেলের বাবা জিওফ মার্শ। পিতা-পুত্র উভয়েই বিশ্বকাপ জয়ী হলেন। তবে মিচেল যা করলেন তা শুধু অসিদের নয় গোটা ক্রিকেট সমাজের জন্য লজ্জার।

বিশ্বকাপ ট্রফির উপর মার্শের দুই পা! সমালোচনার ঝড়

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। কাছ ছাড়া করতে চাননি। বিশ্বকাপ ট্রফি ছোঁয়া যে কোনও ক্রীড়াবিদের কাছে স্বপ্নের মতোই। এই ট্রফি স্পর্শ করার স্বপ্ন দেখেন সব ক্রীড়াবিদ। কিন্তু ঐতিহ্যের ট্রফিতেই পা তুলে দিলেন মিচেল মার্শ। মাঠের বাইরে একজন অসি ক্রিকেটারের এমন ঔদ্ধত্য লজ্জার। বলাই বাহুল্য কাপের প্রতি তিনি যে অসম্মান দেখিয়েছেন, সেই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।

Author

Spread the News