জোওমানার জোড়া গোলে সোনাইয়ে ফাইনালে মারিয়া

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : জোওমানার জোড়া গোলে সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফইনালের প্রথম দল হিসেবে স্থান করে নিল মারিয়া এফসি ভাগা। শুক্রবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে তারা ২-১ গোলে হারায় রিপন এফসি (সোনাই আঞ্চলিক)কে। এ দিন নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে রোমাঞ্চকর খেলায় জোড়া গোল করেন ১৭ ও ৩৩ মিনিটে জোমানা। প্রথম গোল হজম করে  সমতায় ফিরতে জোরদার হয়ে উঠলেও ৩৩ মিনিটে জোমানার আরও একটি গোলে রিপন এফসি ২-০ স্কোরে পিছিয়ে পড়ে। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি গোল করে গোলের ব্যবধান কমান অচন। দ্বিতীয়ার্ধে দু’টি দল আক্রমণ প্রতিআক্রমণ করলেও কোনও দল গোলের সংখ্য়া বাড়াতে পারেনি। অবশেষে ২-১ গোলে জয়ী হয়ে ফাইনালের প্রথম দল হিসেবে ছাড়পত্র বদায় করে। 

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জোওমানা। তাঁর হাতে ম্যান অব ম্যাচ রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন এমসিডি কলেজের অধ্যাপক সাজান আহমদ লস্কর ও এনজিও প্যারাডাইস এর তাজ উদ্দিন লস্কর। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, সাহিদ চৌধুরী, নসরুল আলম ও হোসেন আহমদ। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। মুখোমুখি হবে ধনীপুর এফসি সঙ্গে বাজার একাদশ সোনাই। আগামী ১৪ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Spread the News
error: Content is protected !!