বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : মার্ঘেরিটায় ঘটলো এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মার্ঘেরিটার ইনথেম বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যারাতে বিহারের কক্ষের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বৌদ্ধ ধর্মগুরু ইন্দ্রবংশ মহাথেরার মৃতদেহ।
শোবার বিছানার ওপর থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা কুঠার দিয়ে নির্মমভাবে আঘাত করে বৌদ্ধ ধর্মগুরুকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বৌদ্ধ ভিক্ষুকে কেন, কে এবং কোন উদ্দেশ্যে হত্যা করেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাটির দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সদৌ চিংফৌ ছাত্র সংস্থা। সংগঠনটি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
জানা গেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার সময় ঘটনাটি ঘটে। নিহত ভিক্ষুর বাড়ি তিতাবরের পহুকটিয়া শ্যামগাঁও এলাকায়। ইতোমধ্যে পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।



