স্মার্ট মিটার : সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মিছিল লখিমপুরে

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের লখিমপুর জেলা কমিটির পক্ষ থেকে জনবিরোধী প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করা সহ চারদফা দাবিতে ধর্ণার আয়োজন করা হয়। বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের হাতিয়ার প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন ব্যবস্থা ও বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ বাতিল ইত্যাদি দাবিতে লখিমপুরের বিভিন্ন প্ৰান্ত থেকে শতাধিক বিদ্যুৎ গ্ৰাহক মিছিল করে উত্তর লখিমপুরের বিদ্যুৎ উপ-সংমণ্ডল কাৰ্যালয়ের সামনে জড়ো হয় হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে।

তারা দাবি করে” বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা চলবে না, লোডশেডিং বন্ধ করতে হবে, প্ৰিপেইড স্মাৰ্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে, বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণ করা চলবে না, বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ বাতিল করতে হবে ইত্যাদি। আন্দোলনকারীরা উত্তর লক্ষীমপুর বিদ্যুৎ উপ- সংমণ্ডল আধিকারিক মারফত চারদফা দাবি সম্বলিত একটি স্মারকপত্ৰ মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এর লক্ষীমপুর জেলা শাখার আহ্বায়ক রেবত শর্মা, অনুপম চুতীয়া, যুথিকা দলে প্রমুখ।

Author

Spread the News