মরণফাঁদ শিলচর-জয়ন্তিয়া সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগ

মরণফাঁদ শিলচর-জয়ন্তিয়া সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগ

বরাক তরঙ্গ, ১০ মে : মরণফাঁদে পরিণত শিলচর-জয়ন্তিয়া সড়ক। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। এক পশলা বৃষ্টি নামলেই বিপজ্জনক রূপ নেয় সড়কটি। বিশেষ করে বিহাড়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অবস্থা সড়কের। অসম মালা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক নরকযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কখন কী ঘটবে প্রতিনিয়ত এই আতঙ্কে তাড়া করছে মানুষকে। দুর্ঘটনা, যানজট লেগেই রয়েছে। চরম দুর্ভোগে ভুগছেন বৃহত্তর অঞ্চলের জনগণ।

মরণফাঁদ শিলচর-জয়ন্তিয়া সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগ

শুক্রবার সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, এক বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও, এখনও পর্যন্ত নেই কোনও নেই কোন সংস্কার। অসম মালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণ কাজের ফলে জল-কাদায় নরকযন্ত্রণা ভোগ করছেন মানুষ। বৃষ্টি পড়তেই সড়ক যেন ক্ষেতের মাঠ ও পুকুরে রূপ নিয়েছে। দুর্ভোগ থেকে রেহাই দিতে জেলা আয়ুক্ত ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী জনগণ।

Spread the News
error: Content is protected !!