মাও নেতা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গ্রেফতার, NIA মাথার দাম রেখেছিল ১০ লক্ষ

১২ জানুয়ারি : সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামীকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ ও এনআইএ। এনআইএ তাঁর মাথার দাম রেখেছিল ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া (Purulia) থেকে গ্রেফতার করা হল তাঁকে।

জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়াড গড়ার কাজ করছিলেন মাওবাদী নেতা। মগজধোলাইয়ে নতুন সদস্যদেরকে সংগঠনে টেনে একটি চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে অস্ত্রশস্ত্র হাতে তুলে দেওয়ার ছক কষা হয়েছিল। তবে রাজ্য পুলিশের তৎপরতায় সেইসব ছক বানচাল হল।

মাওবাদী এই নেতার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডর তৈরির পরিকল্পনা ছিল মাওবাদীদের। যার দায়িত্বে ছিলেন এই শীর্ষ নেতা। বর্তমানে ওই মাওনেতা ইস্টার্ন রিজিওনাল ব্যুরোর সদস্য ছিলেন। এদিন পুরুলিয়ার উপকণ্ঠে বেলগুমা পুলিশ লাইনে তাকে সামনে আনার কথা জেলা পুলিশের। এরপরই দুপুরে পুরুলিয়া আদালতে তোলা হবে।

২০০০ সালে সিপিআই (মাওবাদী)-র কলকাতা সিটি কমিটির সম্পাদক ছিলেন সব্যসাচী। ২০০৪ সালে রাজ্য কমিটির সদস্য পদ পান। ২০১৮ সালের পরে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। মূলত ওই নেতা ভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নোনাডাঙ্গা উচ্ছেদ বিরোধী আন্দোলনেও ভূমিকা ছিল তাঁর। ছাত্র জীবনে নকশাল নেতা সন্তোষ রানার দলের সক্রিয় কর্মী। পরে যোগ দেন জনযুদ্ধ গোষ্ঠীতে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News