বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। দলকে আরও শক্তিশালী করতে কমিটি গঠন ও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে কংগ্রেসের। আজ, সোমবার সোনাই বিধানসভা কেন্দ্রের অধীন বাঁশকান্দি ব্লক কংগ্রেসের নয়া কমিটিকে অনুমোদন দেওয়া হল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, কাছাড় জেলার ইনচার্জ প্রাঞ্জল ঘটোয়ার এবং সেক্রেটারি ইনচার্জ সারিফা রহমানের অনুমোদিত তালিকায় সাধারণ সম্পাদক পদে নিযুক্তি পান সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা মঞ্জুর এলাহি চৌধুরী (সুয়েল)। তিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তাঁকে এই পদে নিযুক্তি দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন দলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি দলের জেলা ও প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মঞ্জুর এলাহি চৌধুরী।

ব্লক কংগ্রেসের সভাপতির পদে নিয়োগ করা হয়েছে নুর আহমদ চৌধুরী। এছাড়া ৩২ জন সহ-সভাপতি রয়েছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৪৩ জন।



