শিলাবৃষ্টি ও ঝড়ে লালা সার্কলের বহু গ্রাম তছনছ

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : রবিবার রাতের বিধ্বংসী ঝড়, শিলাবৃষ্টি  লালা সার্কলের বিভিন্ন গ্রামাঞ্চলের ঘরবাড়ি, শাকসব্জি তছনছ করে দিয়েছে। ভেঙে ফেলেছে বিদ্যুতের খুঁটি, সুপারি গাছ সহ ঘরবাড়ির টিনের চাউনি ইত্যাদি। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের চালের টিন ঝাঝরা করে দিয়েছে। এককথায় অনেককে পথে বসিয়ে দিয়েছে। লালার উত্তর জষ্ণাবাদ, লালামুখ, নিজবর্ণারপুর, লালাছড়া, চন্দ্রপুর, আমালা,কুচিলা, বাঁশডহর, রতনপুর, মাটিজুরি ইত্যাদি এলাকায় ঝড় তুফানে ব্যাপকভাবে ক্ষতি সাধন করেছে।

রতপুর, মাটিজুরি, কুচিলা, ইত্যাদি এলাকায় ঝড় তুফানের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের চাউনি ঝাঝরা হয়ে গেছে। টিন ঝাঝরা হয়ে যাওয়ায় এসব ঘরের ভিতরে বৃষ্টির জলে করেছে ব্যাপক ক্ষতি। অনেকে রাতে চালের উপর পলিথিন দিয়ে কোন রকম রাত কাটিয়েছেন।

এদিকে সকাল হতে অনেককে শহরমুখি হতে দেখা যায়।উদ্দেশ্য টিন কেনা। লালায় অনেককে টিন কিনতে দেখা গেছে। এক কথায় চৈত্রের ঝড়ে অনেকের ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। তাই শীঘ্রই তদন্ত করে ক্ষতি গ্রস্থ হওয়া লোকদের সরকারি সাহায্য প্রদানের আর্জি জানিয়েছেন অনেক সংস্থা সংগঠনের নেতা কর্মীরা।

Author

Spread the News