ফের সংহার মূর্তি প্রকৃতির, তছনছ কাছাড়ের বহু গ্রাম

ফের সংহার মূর্তি প্রকৃতির, তছনছ কাছাড়ের বহু গ্রাম

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : সোমবার রাতে ফের সংহার মূর্তি প্রকৃতির। রাত সাড়ে দশটা নাগাদ রণংদেহী রূপে চলে আসে কালবৈশাখীর ঝড়ো হাওয়া। আবারও লণ্ডভণ্ড কাছাড় জেলা। রবিবার রাতে শিলাবৃষ্টির ক্ষতি সামলাতে না সামলাতে সোমবার রাতে আবারও ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ কাছাড়ের বহু লোক। তছনছ করে ফেলে সোনাই সার্কলের একাধিক গ্রাম। ঝড়ে গাছ গাছালি ভেঙে পড়ে কারও ঘরের উপর। কোথাও ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর।

ফের সংহার মূর্তি প্রকৃতির, তছনছ কাছাড়ের বহু গ্রাম

এ দিকে, রবিবার রাতে ঝড়ে দক্ষিণ  কাটিগড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, নিজ কাটিগড়া, ময়নারপার, লামারগ্রাম, সিদ্ধেশ্বর, ইত্যাদি এলাকা জুড়ে প্রায় এক ঘন্টা ব্যাপী তীব্রবেগী ঝড়ের তাণ্ডব নৃত্য চলতে থাকে। গ্রামবাসীরা জানান, গাছ পড়ে অনেকের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন একেবারে দুমড়ে মুছড়ে গেছে।

Author

Spread the News