জাটিঙ্গা ও হারাং নদীর জলে ডুবছে কাটিগড়া ও বড়খলার বহু অঞ্চল

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ জুলাই : ফের ডুবল কাছাড়ের কাটিগড়া ও বড়খলার বহু অঞ্চল। জাটিঙ্গা ও হারাং নদীর বন্যার জলে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বড়খলায় হুহু করে বাড়ছে জল। এসব অঞ্চলের মানুষ তৃতীয়বারের মত বন্যায় ভাসলেন। পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে। বড়খরার বিভিন্ন এলাকার মানুষ নিজেদের সায়সম্পত্তি, গোবাদি পশু নিয়ে শরণার্থী শিবিরে আশ্রিত হয়েছেন।

জাটিঙ্গা ও হারাং নদীর জলে ডুবছে কাটিগড়া ও বড়খলার বহু অঞ্চল
হিলাড়ায় সড়ক টপকে প্লাবিত হচ্ছে এলাকা।

অবিরাম বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা ও হারাং নদীর আগ্রাসী বন্যার জল শিলচর-জয়ন্তীয়া সড়ক টপকে যাচ্ছে। টপকে যাচ্ছে হিলাড়ার সড়কেও। সোমবার বিকেল নাগাদ বড়খলা বাজার সংলগ্ন এলাকা ছাড়াও নারাইনছড়া, আরিকল, ঘোড়ামারা, হরিণছড়া সহ বহু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন বড়খলা রাজা জিসি স্কুলের শরণার্থী শিবিরে। এদিকে, হারাং নদীর আগ্রাসী বন্যায় পশ্চিম বড়খলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।

Author

Spread the News