মন্মথ নাথের স্মরণসভা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শনিবার কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর প্রাক্তন কাছাড় জেলা সভাপতি মন্মথ নাথের স্মরণসভা শিলচরের গান্ধী শান্তি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান আসাম বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য।

স্মরণসভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সহ সভাপতি সুব্রতচন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ও ইয়াসি এর সভাপতি সঞ্জীব রায়, ফোরাম ফর সোস্যাল হারমনির পক্ষে অরিন্দম দেব, মধুসূদন কর, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মৃনাল কান্তি সোম, মার্চ ফর সায়েন্স এর পক্ষে কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, কো-অর্ডিনেশন কমিটি অফ এম্পোলিজ, ইঞ্জিনিয়ারিং ও পেনশনার্স এর কাছাড় জেলা কমিটির আহ্বায়ক নির্মল কুমার দাস, সংগঠনের আসাম রাজ্য শাখার অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য সহ অন্যান্যরা।

মন্মথ নাথের স্মরণসভা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের

বক্তারা বলেন, মন্মথ নাথ একজন লড়াকু ব্যক্তি ছিলেন। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। কাছাড় জেলায় স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে আন্দোলনে তিনি নেতৃত্বকারী প্রদান করেন। সভার শেষে শোক প্রস্তাব পাঠ করেন সুব্রতচন্দ্র নাথ।

Author

Spread the News