মণিপুরের হিংসাত্বক ঘটনা মানব সভ্যতার ইতিহাসে কলঙ্ক অধ্যায়, শান্তিকুমার

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : বিজেপির ডাবল ইঞ্জিন সরকার থাকাকালে ১১ মাস ধরে আইন কানুনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছে সারা পৃথীবির লোক। কয়েক লক্ষ মানুষ গৃহহারা হয়ে ত্রাণ শিবিরে রয়েছেন। কয়েক হাজার ছেলে মেয়ে স্কুলে যেতে পারেননি। কয়েক মার আদরের ছেলেরা প্রাণ দিয়েছেন। কয়েকশো মহিলা স্বামী এবং কয়েকশো শিশুর বাবা হিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। আর মহিলারাও প্রকাশ্যে ধর্ষণ সহ খুন থেকে বাদ যাননি। মণিপুরের ঘটনায় নাড়িয়ে দিয়েছে সবাইকে। এটা হয়েছে বিজেপি সরকারের ভুল শাসনের জন্য। উপরোক্ত মন্তব্য করে এভাবেই বিজেপি সরকারকে তুলোধুনো করলেন কংগ্রেসের শিলচর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ডাঃ এম শান্তিকুমার সিংহ।

রবিবার মণিপুর সীমান্তে জিরিঘাট বাখাল মণিপুরি গ্রামে দলীয় নির্বাচনী সভায় মণিপুরি লোকদের আবেগ উসকে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে শান্তিকুমার সিংহ বলেন, মণিপুরি নৃশংস ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শব্দ করেননি। মণিপুরের আসা তো দুরের কথা। এটা কিসের ইঙ্গিত তা আক্ষেপের সুরে প্রশ্ন তুলেন তিনি। তিনি আরও বলেন, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের স্বামী পারাকালা প্রভাকরন সতর্ক করেছেন যে কেন্দ্রে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে মণিপুরের ন্যায় দেশের অন্য রাজ্যে ও অনুরূপ ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে এনিয়ে চিন্তাভাবনা করার জন্য আবেদন রাখেন তিনি।

Author

Spread the News