বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মণিপুরের থৌবাল জেলার আইকোপ পথ এলাকা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মণিপুর পুলিশ। শুক্রবার এক অভিযানে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে ২টি সিএমজি (CMG), ১টি দেশীয়ভাবে তৈরি .৩০৩ রাইফেল, ২টি দেশীয়ভাবে তৈরি সিঙ্গেল বোল্ট অ্যাকশন রাইফেল, ১টি ৩৬ এইচই হ্যান্ড গ্রেনেড, ১টি ডেটোনেটর, ১টি স্মোক গ্রেনেড, বিভিন্ন ক্যালিবারের ১৪ রাউন্ড গুলি, এবং বিভিন্ন অস্ত্রের ৪টি ম্যাগাজিন।
বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার মণিপুর পুলিশের



