মণিপুর নিষ্কর জিপি ও সোনাছড়ায় ভোট সচেতনতা এসভিইইপি সেলের

মণিপুর নিষ্কর জিপি ও সোনাছড়ায় ভোট সচেতনতা এসভিইইপি সেলের

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : হাইলাকান্দি জেলার নির্বাচনকে এক উৎসবের রূপ দিতে তৎপর জেলা প্রশাসন। আর এক্ষেত্রে দীর্ঘ দিন যাবৎ জনসচেতনতা অভিযান অব্যাহত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার হাইলাকান্দি জেলার মণিপুর নিষ্কর জিপি কার্যালয়ে এক জনসচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে হাইলাকান্দি জেলা প্রশাসনের এসভইইপি সেলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জিপি কার্যালয়ে এক সচেতনতা সভায় উপস্থিত সবাইকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে অনুরোধ জানান।

সেলের পক্ষ থেকে শংকর চৌধুরী নির্বাচন কমিশনের বিভিন্ন তথ্য সবার সামনে তুলে ধরেন। তাদের শপথ পাঠ করান বিজয়িনী ভট্টাচার্য। স্বাগত জানান সাউথ হাইলাকান্দি ব্লকের এবিএফ দিব্যজ্যোতি দাস। এতে বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠী সহ আইসিডিএস প্রকল্পের সিডিপিও রনবীর সিংহ সহ অন্যান্যরা এক সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন করতে শপথ নেন।

মণিপুর নিষ্কর জিপি ও সোনাছড়ায় ভোট সচেতনতা এসভিইইপি সেলের
সোনাছড়া চা বাগানে মহিলা আত্মসহায়ক দলের একাংশ সদস্য।

এরপর এক সচেতন মূলক শোভাযাত্রায় শতাধিক ভোটদাতা অংশ গ্রহণ করেন। তবে প্রচণ্ড দাবদাহ থাকায় শোভাযাত্রা এলাকার সর্বত্র যায়নি। পরবর্তীতে এএসআরএলএম এর সৌজন্যে এক সচেতনতামূলক কার্যসূচী সোনাছড়া চা বাগানের নাচঘরে অনুষ্ঠিত হয়। এতে শপথ গ্রহণ সহ পথনাটিকা ইত্যাদি উপস্থাপন করেন সিভ সেলের সদস্যরা।

মণিপুর নিষ্কর জিপি ও সোনাছড়ায় ভোট সচেতনতা এসভিইইপি সেলের
শপথ পাঠের মূহুর্ত।

এছাড়াও রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশনের কর্মী সহ প্রশাসনিক প্রচার বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কয়েস আহমেদ বড়ভূইয়া, রাহুল পাল, বিপ্লব দাস, হৃদম ঘোষ, রাজদীপ যাদব, সত্যজিৎ দেব, সুজিত দাস, নরুল ইসলাম প্রমুখ।

Author

Spread the News