গুয়াহাটিতে আটক মণিপুরের দুই কুখ্যাত জঙ্গি
বরাক তরঙ্গ, ২১ মার্চ : মণিপুরের দুই কুখ্যাত জঙ্গিকে গুয়াহাটির আইএসবিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, এদের মধ্যে একজন মণিপুরের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে এবং তার বিরুদ্ধে বিদেশ থেকে আগ্নেয়াস্ত্র পাথরের অভিযোগ রয়েছে।
তিনি জানান, গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে এই দুই ব্যক্তির বিষয়ে অসম পুলিশের কাছে কিছু তথ্য তুলে ধরা হয়েছিল। এর উপর ভিত্তি করে গুয়াহাটির নগর পুলিশ প্রায় তিন দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। বৃহস্পতিবার রাতে গুয়াহাটির আইএসবিটি থেকে তাদের ধরা হয়। তারা সেখান থেকে নাগাল্যান্ড হয়ে মনিপুর যাওয়ার পরিকল্পনায় ছিল। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম হচ্ছে টি ইবমচা সিংহ (৪২) এবং এম বুঙ্গোচৌবা সিংহ (৪২)। পার্থসারথি মহন্ত বলেন, এরা দুজন মণিপুরের কুখ্যাত জঙ্গি সংগঠন কেঙলেইপাক কমিউনিস্ট পার্টির সদস্য।

ইবমচা সিংহ এ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং তারা বিদেশ থেকে ভারতে অবৈধভাবে অস্ত্র পাচারের কাজ করে। এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের ধারনা একটি বড়সড়ক পরিকল্পনা নিয়েই তারা অসমে এসেছিল। তদন্তে অনেক তথ্য উঠে আসবে।
