মণিপুর : ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের

১৮ নভেম্বর : মণিপুরে অশান্তি রুখতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার জিরিবাম জেলায় তিন মহিলা ও তিন শিশুকে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর শনিবার প্রতিবাদে শামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা। ফের অশান্ত হয়ে উঠেছে ইম্ফল সহ মণিপুরের বিভিন্ন জেলা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। জারি করা হয়েছে কার্ফিউ। যদিও এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বরং দিন দিন উত্তর-পূর্বের রাজ্যটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

রবিবার মণিপুরে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালালে জিরিবাম জেলায় ২০ বছরের এক তরুণের মৃত্যু হয়। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার মণিপুরের পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সোমবার অর্থাৎ আজও একটি বৈঠক করেছেন তিনি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হিংসা থামাতে মণিপুরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাবে কেন্দ্র। এর আগে তাৎক্ষণিকভাবে ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

মণিপুর : ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের

Author

Spread the News