করিমগঞ্জের আসন নিয়ে দৃঢ় আশাবাদী মণিলাল

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ মার্চ : একটা সময় ছিল যেখানে রাজনীতির অঙ্গনে টাকার বিনিময়ে নেতা কেনবেচা হত। কিন্তু আজকের দিনে এই পরিবর্তনের যুগে প্রতিদিন যে যার মর্জিমত দল পরিবর্তন করে আরেক দলে নাম লিখাচ্ছে। তা ঘোড়া কেনাবেচার মতো হয়ে গেল। আক্ষেপের সুরে এমনটাই বললেন প্রবীণ কংগ্রেসি নেতা, তিনবারের প্রাক্তন বিধায়ক সচিব মণিলাল গোয়ালা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে যেখানে রাজনীতিতে একটা স্ট্যাস্টাস ছিল কিন্তু আজকের দিনে সেই স্ট্যাস্টাস আর নেই বললেই চলে। কংগ্রেসের এই পোড় খাওয়া নেতা দলের দুর্দিনের সময়েও দলের পাশে থেকে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আসন থেকে কংগ্রেসের প্রার্থীর জয় নিয়ে দৃঢ় আশাবাদী। তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেস এখনও শক্তিশালী অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বিচারিতা নীতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এই সরকার জনগণের সামনে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করতে যা ঘোষণা করে বাস্তবে সেই ঘোষণার সঙ্গে কাজের কোন মিল থাকে না বলে মন্তব্য করেন।  ল

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বৃহত্তর চা শ্রমিকরা সবদিক থেকে বঞ্চিত। প্রতিনিয়ত এই শ্রমিকরা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন। বৃহত্তর বরাক উপত্যকার বেশকিছু চা-বাগানের রুগ্নদশার কথা তুলে ধরে বলেন, অবিলম্বে সরকার যদি এই পলিসি পরিবর্তন না করে তাহলে অদূর ভবিষ্যতে চা-শ্রমিকদের সন্তানদের কর্মসংস্থান পাওয়া দুষ্কর হবে। বলেন, এই সরকার অরুণোদয়ের মত লাভজনক প্রকল্প চালু করে জনগণের চিন্তাধারা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে। তবে এই সাক্ষাৎকারে পরিবর্তনশীল সরকারের আমলে খানিকটা হলেও বৃহত্তর এই পাথারকান্দি কেন্দ্রে সার্বিক উন্নয়ণ হয়েছে বলে জানান। তবে সবশেষে তিনি অন্যদিকে বিরোধী দলের প্রবীণ নেতা হিসেবে জনগণের জন্য নরেন্দ্র মোদি সরকারের সবধরণের উন্নয়নমূলক প্রকল্পগুলো সাধারণ জনগণকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বলে নিজের অভিমত প্রকাশ করে বলেন দেশবাসী একদিন সরকারের এই প্রতারনা উপলব্ধি করতে পারবেন।

Author

Spread the News