তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ শিলচরে

তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ শিলচরে

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শিলচরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন নেত্রী সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। এরপর বক্তব্যে সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এবং দশ বছরে বিজেপি সরকার কি দিয়েছে জনগণকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে তাছাড়া আর কিছু দিতে পারেনি। বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু বিজেপি সরকার নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ললিপপ দেখিয়ে চলে যান।

সুস্মিতা দেব বলেন, মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন ডি ভোটারের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু ডি ভোটারের সমস্যা সমাধান করতে হলে নির্বাচন কমিশনের কাজ অসমের মুখ্যমন্ত্রী কি ভাবে ভোটারের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান করতে পারবেন। তিনি বলেন, বরাক উপত্যকার ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে বঞ্চনা করছে বিজেপি সরকার। সরকার বলেছিলো শিলচর স্মার্ট সিটি হবে, রাস্তা ঘাটের উন্নয়ন হবে তা কিছুই করতে পারেনি বিজেপি সরকার। এবং ডলু চা বাগানকে উচ্ছেদ করে অনেক চা জনজাতির লোকদের কে বঞ্চনার দিখে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। বিজেপি সরকারের আমলে সিন্ডিকেট রাজ কাছাড়ে বেড়ে গিয়েছে সরকার বলছে উন্নয়ন হচ্ছে অন্যদিকে সিন্ডিকেট রাজ দিনে দিনে বেড়ে যাচ্ছে।

তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ শিলচরে

বিনাশর্তে বাঙালিদের নাগরিকত্ব প্রদান করতে পারবে কি বিজেপি সরকার। এবার লোকসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস শূন্য হয়ে যাবে জয় হবে তৃণমূল কংগ্রেসের।

Author

Spread the News