কংগ্রেসে ফিরলেন মঙ্গলপুর-বোয়ালি সমবায়ের চেয়ারম্যান সাহিন
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : মঙ্গলপুর-বোয়ালিপার সমবায় সমিতির চেয়ারম্যান সাহিন আহমেদ লস্কর কংগ্রেসে ফিরলেন। শুক্রবার জেলা কংগ্রেসের কার্যালয়ে সভাপতি অভিজিৎ পাল, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি রনজিৎ দেবনাথ, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ইজাজ লস্কর সহ অন্যান্যরা সাহিন লস্করকে কংগ্রেসে স্বাগত জানান। নিজ ঘরে প্রত্যাবর্তন হওয়ায় কংগ্রেসের একাংশ নেতা সাহিনকে শুভেচ্ছা জানিয়েছেন।