শর‌তের অকাল ঝ‌ড়ে ধর্মনগরে ভেঙে পড়ল মণ্ডপ-তোরণ

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মহালয়ার সন্ধ্যায় শর‌তের অকাল ঝ‌ড়ে তছনছ ধর্মনগর। ব্যাপক ক্ষতিগ্রস্থ উত্তর ত্রিপুরার ধর্মনগ‌র। ঝড়ে গাছপাল ভেঙে পড়ার পাশাপাশি পূজার মণ্ডপ ও তোরণও ভেঙ্গে পড়েছে।

বুধবার সন্ধ্যায় প্রবল বে‌গে ধে‌য়ে আসা অকাল ঝড়ে ধর্মনগর জেল রোড স্থিত ক্লাব কনসেন্সাস্ এর আলোকসজ্জার সু‌বিশাল তোরণ। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পুজোর। এরমধ্যে ঝড়ে ক্ষতি করা মণ্ডপ ও তোরণ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কমিটি গুলোর। যদি আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টি নামে তাহলে বিপাকে পড়তে হবে এমন আশঙ্কা কর্মকর্তাদের। এদিকে বাঁশের তৈরি বিশালাকার এই তোরণ রাস্তায় ভেঙে পড়ায় সড়‌কের দু-ধারে আটকে পড়েছে বহু যানবাহন।

শর‌তের অকাল ঝ‌ড়ে ধর্মনগরে ভেঙে পড়ল মণ্ডপ-তোরণ
শর‌তের অকাল ঝ‌ড়ে ধর্মনগরে ভেঙে পড়ল মণ্ডপ-তোরণ

Author

Spread the News