গান্ধী জয়ন্তীতে সর্বধর্ম প্রার্থনা সহ বিভিন্ন কার্যসূচী কাটলিছড়া ব্লক কংগ্রেসের
এ বি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করে কাটলিছড়া ব্লক কংগ্রেস কমিটি। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে কাটলিছড়া রাজীব ভবনে সকাল ৮-৩০ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল সহ ব্লক কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।পতাকা উত্তোলনের পর গান্ধীজির প্রতিকৃতিতে ফুলের মালা এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্লক কংগ্রেসের কর্মমকর্তা বৃন্দ।
গান্ধীজির জীবনী নিয়ে আলোচনা করেন ব্লক সভাপতি বাচ্চু পাল, মাইনরিটি সেলের রাজ্য সম্পাদক ফিরোজ খান চৌধুরী, মহিলা কংগ্রেস ব্লক সভানেত্রী নবনিতা দত্ত পুরোকায়স্থ, ব্লক সম্পাদক জিয়াব উদ্দিন চৌধুরী সহ নাসির উদ্দিন চৌধুরী, দিলবার হুসেন চৌধুরী, মলয় শর্মা, সায়ন নাথ, চন্দন রবিদাস, রোহিত বাউরী, সম্রাট সিংহ সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।আলোচনার পর সর্বধর্ম প্রার্থনা সভা আরম্ভ হয় এবং এই ধর্মসভায় কাটলিছড়া ইসকন থেকে অংশগ্রহণ করেন প্রশান্ত দে এবং উপস্থিত থাকেন মজলানা ফয়জুল হক বড়ভূইয়া। প্রথমে প্রশান্ত দে শ্রীমদ্ভগবত থেকে সনাতন ধর্মের মূল বিষয় বস্তু নিয়ে এবং জীবে প্রেম করার বার্তা দেন। মানব জাতির কল্যাণের জন্য ধর্ম তার উপর আলোকপাত করেন। পাশাপাশি কোরান পাঠের মাধ্যমে ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে মানব জাতীর কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
দুইজন বক্তার ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে জানান সর্বোধর্ম সমন্বয় ছাড়া ভারত বর্ষের উন্নয়ন কখনো সম্ভব নয়। ভারতবর্ষের বৈচিত্রের মধ্যে একতাই ভারত বর্ষকে জগত সভায় শ্রেষ্ঠ আসন দেবে বলে মত পোষণ করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বাচ্চু পাল।