গুয়াহাটিতে পাণ্ডুর বিজেপির মণ্ডল সভাপতি কমল দে খুন, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : গুয়াহাটি মহানগরের পাণ্ডুতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। বিজেপির মণ্ডল সভাপতিকে হত্যা করল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। কমলবাবুকে রাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। স্কুটি নিয়ে ঘরে যাওয়ার পথে এ ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়।
শংকরদেব নগরের ঘরের সামনেই কমল দে-র মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনা বলে সন্দেহ করা হয়।
![গুয়াহাটিতে পাণ্ডুর বিজেপির মণ্ডল সভাপতি কমল দে খুন, চাঞ্চল্য গুয়াহাটিতে পাণ্ডুর বিজেপির মণ্ডল সভাপতি কমল দে খুন, চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17216827863795349861152603633025-1024x657.jpg)
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জালুকবাড়ি পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেন গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কমল দে-কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।