গুয়াহাটিতে পাণ্ডুর বিজেপির মণ্ডল সভাপতি কমল দে খুন, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : গুয়াহাটি মহানগরের পাণ্ডুতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। বিজেপির মণ্ডল সভাপতিকে হত্যা করল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। কমলবাবুকে রাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। স্কুটি নিয়ে ঘরে যাওয়ার পথে এ ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়।
শংকরদেব নগরের ঘরের সামনেই কমল দে-র মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনা বলে সন্দেহ করা হয়।
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জালুকবাড়ি পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেন গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কমল দে-কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।