মণ্ডল কংগ্রেসের সাংগঠনিক কাজে বাধা নয়, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল, নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, নরসিংহপুর, পালংঘাট ও বড়জালেঙ্গা ব্লক কংগ্রেসের সাংগঠনিক ইনচার্জ হীরু দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজকর্ম ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে। কিন্তু সোনাই কেন্দ্রের কাজিডহর, চান্দপুর ও নগদিরগ্রাম জিপির দু-তিন জন স্বার্থান্বেষী লোক কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম নিয়ে অযথা বিভ্রান্তির সৃষ্টি করে চলেছেন।

শুক্রবার কাবুগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ তুলেন কাজিডহর জিপির প্রাক্তন সভাপতি তথা কাজিডহর মণ্ডল কংগ্রেস সভাপতি মনজুল হক বড়ভূইয়া, নগদিরগ্রাম মণ্ডল কংগ্রেস সভাপতি নুর আলম লস্কর, চান্দপুর মণ্ডল কংগ্রেস সভাপতি আব্দুল মন্নান লস্কর, মায়াজুল হক লস্কর, বসির উদ্দিন লস্কর, বাচ্চু সিংহ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। এদিন কাজিডহর জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি মনজুল হক বড়ভূইয়া বলেন, এ সমস্ত দলবিরোধী কাজে জড়িত ব্যক্তিরা শুধু নগদিরগ্রাম, চান্দপুর ও কাজিডহর জিপির সাংগঠনিক কাজে বাধা দিয়ে ক্ষান্ত থাকছে না, তারা নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পালকে বিজেপির লোক বলে কুৎসা রটাচ্ছে। কিন্তু এসব অভিযোগের কোনও ভিত্তি নেই।

মণ্ডল কংগ্রেসের সাংগঠনিক কাজে বাধা নয়, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তিনি বলেন, ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পালের বাবা ভাষানচন্দ্র পাল একজন প্রবীণ কংগ্রেসি। আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পরষ্পর মতভেদ ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি সহ তিন মণ্ডল কংগ্রেস কমিটির কর্মকর্তারা।

Author

Spread the News