বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই : মমতা
২৪ জানুয়ারি : লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও জোট হচ্ছে না। বুধবার বিষয়টি একেবারেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন পূর্ব বর্ধমানে একটি প্রশাসনিক সভায় যাওয়ার আগে কংগ্রেস প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং পশ্চিমবঙ্গে এই যাত্রা প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলায় যে আসছে, “ইন্ডিয়া” জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি।”
সোমবার সংহতি যাত্রার শেষে পার্কসার্কাসে একটি সভায় মমতা জোটে তাঁর “সম্মান” না পাওয়া নিয়ে অভিযোগ করেন। সেইসঙ্গে তাঁর অভিযোগ, কংগ্রেস ইন্ডিয়া জোটকে মর্জিমাফিক চালাচ্ছে। মমতার এই অভিযোগের পরেই মঙ্গলবার অসমে রাহুল বলেন, ব্যক্তিগতভাবে মমতাজির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। কংগ্রেসের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে। একইসঙ্গে রাহুলের দাবি,ভারত জোড়ো ন্যায় যাত্রা”য় অংশগ্রহণের জন্য তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের সব শরিক নেতৃত্বকেই আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এদিন রাহুলের দাবির উল্টো সুরই শোনা গিয়েছে মমতার গলায়। তিনি বলেন, “কারুর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিন প্রত্যাখ্যান করেছে। আমরা বলেছিলাম ৩০০ আসনে কংগ্রেস একা লড়ুক। আঞ্চলিক দল হস্তক্ষেপ করবে না। বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তবে আমরা বুঝে নেব।”
উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের “গড়” হিসেবে পরিচিত। যেখান থেকে জিতে একাধিকবার লোকসভায় গেছেন বর্তমান রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কিন্তু সম্প্রতি মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন জেলার সব আসনেই প্রার্থী দেবে তাঁর দল। তাঁর এই সিদ্ধান্তের পর এটা স্পষ্ট হয়ে যায় দেশের অন্যান্য জায়গায় তৃণমূল ইন্ডিয়া জোটের শরিক হলেও রাজ্যে কংগ্রেসের সঙ্গে তাদের জোটের সম্ভাবনা নেই।
খবর : আজকাল ডট ইন।