ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা, গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : ভাগ্নের হাতে প্রাণ হারালেন মামা।বৃহস্পতিবার রাতে গুয়াহাটির নুনমাটি এলাকায় দু’জনের মধ্যে মারপিটে এক ব্যক্তি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম উদয় রাই চৌধুরী ওরফে বাপন (৪৫)। সূত্রে জানা যায়, এ দিন সন্ধ্যার আগে চৌধুরী এবং তাঁর ভাগ্নে রাজা বাসুমতারি মঠগড়িয়ার একটি বাড়িতে মাতাল হয়ে একসঙ্গে মদ্যপান করছিলেন তখনই দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়। প্রাথমিকভাবে যা একটি নৈমিত্তিক কথোপকথনের মতো মনে হয়েছিল তা দ্রুত একটি উত্তপ্ত বিতর্কে পরিণত হয়েছিল, যা হাতাহাতিতে চলে যায়।
মাতাল বাসুমতারি মামা চৌধুরীকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায়। গুরুতর আহত চৌধুরীকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসুমতারীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে।