করিমগঞ্জে ডেঙ্গু রোগের সচেতনতা বৃদ্ধি করতে অভিযান ম্যালেরিয়া বিভাগের
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক রাজীব বরুয়ার এক নির্দেশ অনুসারে বুধবার থেকে করিমগঞ্জ শহরের ২৭টি ওয়ার্ডে ম্যালেরিয়া বিভাগ পনেরদিন ধরে ডেঙ্গু রোগের উৎস হ্রাস করা সহ শহরের জনগণের মধ্যে ডেঙ্গু রোগের সচেতনতা বৃদ্ধি করতে অভিযান শুরু করে। এই উপলক্ষে, করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে সবুজ পতাকা নাড়িয়ে এক র্যালির উন্মোচন করেন করিমগঞ্জের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক রাজীব বরুয়া, ম্যালেরিয়া বিভাগের সিএমও(সিডি) রঞ্জিৎ বৈদ্য।
“হারনেস পার্টনারশিপ ডিফিট ডেঙ্গু” অভিযানের থিম নিয়ে এক র্যালির মধ্যমে করিমগঞ্জের প্রধান সড়ক পরিক্রমা করা হয়। উক্ত র্যালিতে করিমগঞ্জের ম্যালেরিয়া বিভাগের ভেক্টর বার্ন ডিজিজ কনসালট্যান্ট দেবজিত দে, করিমগঞ্জ জেলার ম্যালেরিয়া কর্মীরা সহ শহরের আশাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে, আজ থেকে করিমগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে ম্যালেরিয়া বিভাগের কর্মী এবং আশাকর্মীরা উপস্থিত হয়ে ডেঙ্গু রোগের উৎস হ্রাস করা, ডেঙ্গু রোগের রিফলেট বিতরণ করা সহ শহরের জনগণের মধ্যে ডেঙ্গু রোগের সচেতনতা বৃদ্ধি করবেন। অভিযানের সময় করিমগঞ্জ শহরে জ্বরের আক্রান্ত কোনও রোগীর অনুসন্ধান পেলে তৎক্ষণাৎ বিনামূল্যে রক্তের নমুনা সংগ্রহ করার জন্য ম্যালেরিয়া ও আশাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে করিমগঞ্জ ম্যালেরিয়া বিভাগ কর্তৃক করিমগঞ্জ শহরের ডেঙ্গু রোগের উৎস হ্রাস করা এবং শহরবাসীর মধ্যে ডেঙ্গু রোগের সচেতনতা বৃদ্ধি করার ফলে করিমগঞ্জ শহরে ম্যালেরিয়া, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নেই। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে করিমগঞ্জ শহরবাসীকে স্বাস্থ্য বিভাগের নিয়মবলী মেনে চলার জন্য আহ্বান জানান ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।