বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : একশরণ নামধর্ম জনজাতি সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার উদ্যোগে ও মেধি সমিতি, কৃপানন্দ প্রাথমিক শাখা (দীঘলবড়ি)-এর সহযোগিতায় মঙ্গলবার মরিগাঁও জেলার দীঘলবড়িতে দিনব্যাপী ‘মালা চক্র ও পালনাম’ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি কামনায় পরম মঙ্গলময় প্রভু ভগবন্তের স্তুতি করে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার ১৬টি প্রাথমিকের ভজনীয়া ভক্ত ও আইমাতৃরা মালা চক্র ও পালনাম কর্মশালায় অংশগ্রহণ করেন। এর পূর্বে সকালে বাতি প্রজ্বলন, সকাল প্রসঙ্গ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ অনুষ্ঠিত মালাচক্র ও পালনাম কর্মশালায় উপস্থিত ছিলেন শরণাচার্য লহর দেওরী আতা, বুদ্ধর বরদলৈ আতা, দেওবর বরদলৈ আতা, কিরণ দেওরি আতা, কেন্দ্রীয় প্রাক্তন পদাধিকারী সুচিত্র কালীয়া, কেন্দ্রীয় প্রচারক মোরাজি দেওরি, পশ্চিম আঞ্চলিক শাখার সভাপতি লক্ষেশ্বর বড়ো এবং সম্পাদক পরমানন্দ দেওরি। উল্লেখ্য যে , আগামী ৬২তম জেলা অধিবেশনের উপলক্ষে প্রতি তিন মাস পর পর মালা চক্র ও পালনাম কর্মশালা অনুষ্ঠিত হতে থাকবে বলে সমাজের কেন্দ্রীয় প্রাক্তন পদাধিকারী সুচিত্র কালীয়া এবং আঞ্চলিক শাখার সম্পাদক পরমানন্দ দেওরি সংবাদ মাধ্যমকে জানান।



