৩ ডিসেম্বর : ছত্তিশগড়ে ফের মাওবাদ বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বুধবার ভোরে দান্তেওয়াড়া-বিজাপুরের সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পরে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। শহিদ হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ানসহ তিনজন। এখনও জঙ্গলে মাওবাদীদের বাকি দল লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই গুলির লড়াই চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, গোপনে খবর পেয়ে সকালেই মাওবাদীদের ঘাঁটি চিহ্নিত করে এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে বাহিনী। এই অভিযানে অংশ নেয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বিশেষ টাস্ক ফোর্স এবং সাহসী কমান্ডো পরিষেবা কোবরা বাহিনীর সদস্যরা। তল্লাশির সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। গুলি চালনার প্রথম ধাক্কায় শহিদ হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ান। গুরুতর জখম হন আরও এক জন। পালটা জবাব দিতে মুহূর্তে প্রস্তুত হয় নিরাপত্তাবাহিনী। কয়েক দফা গুলির লড়াইয়ের শেষে ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। চারদিকে জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের।


