বড় দুর্ঘটনা ঝাড়খণ্ডে, রেলের ধাক্কায় ১২ জনের মৃত্যু, রেলের দাবি দুইজন
২৮ ফেব্রিয়ারি : বড় দুর্ঘটনা ঝাড়খণ্ডে। জামতারা স্টেশনের কাছে ১২ জনকে কেটে ফেললো ট্রেন। ঘটনায় আহত বহু। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
এ দিকে, পূর্ব রেলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই ব্যক্তি রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। সেই সময়ই ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, ১২ জনের মৃতদেহ তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন।
প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছিল, তাতে ঘটনাটি ঘটেছিল রাত প্রায় আটটা নাগাদ। ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকা আগুন লাগার গুজব ছড়িয়েছিল। সেই সময়ই ট্রেনটি জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। তখন ওই গুজবের মধ্যে হঠাৎ কিছু যাত্রী ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন। ঠিক সেই সময়েই উল্টোদিক থেকে আসছিল ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। তাতেই দুর্ঘটনা ঘটে। যদিও পরে রেলের তরফে জানানো হয়, ২ যাত্রী রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার কোনও ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে রেল।